ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ীর কাদেরীয়া বেকারীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-০৯ ১৪:৫৮:৪২

পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে গতকাল ৯ই জুলাই রাজবাড়ী শহরের শ্রীপুরে মেসার্স কাদেরীয়া বেকারীকে ১৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য জানান।

 তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল শ্রীপুরে মেসার্স কাদেরীয়া বেকারীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই বেকারীর শোরুম ও কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে এর সত্যতা পাওয়া যায়। এছাড়াও ওই বেকারীর উৎপাদিত পণ্যের মোড়কসহ ইত্যাদি বিষয়ে যথাযথ নিয়ম মানা হয়নি। এসব অপরাধে বেকারীর মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ