ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ভিয়েতনাম ও জাপান সফরে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-১০ ১৬:০৭:৪৪

 বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন বিষয়ে সরকারী সফরে ভিয়েতনাম ও জাপান যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

 গতকাল ১০ই জুলাই দিনগত রাত ২টা ৫মিনিটে (১১ই জুলাই) মালয়েশিয়া এয়ারলাইন্স যোগে ভিয়েতনাম ও জাপানের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও তার ৮জন সফর সঙ্গী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে।

 জানা গেছে, আগামী ১৪ই জুলাই পর্যন্ত তিনি ভিয়েতনাম ভ্রমণে ভিয়েতনাম-বাংলাদেশ রেল উন্নয়ন বিষয়ে সেখানকার সরকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

 এরপর ১৫ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত জাপান সফরকালে রেলপথ মন্ত্রী হিরোশিমায় নিহতদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন ও জাইকার সদর দপ্তরে জাইকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি নিপ্পন স্টিল ফ্যাক্টারী পরিদর্শন করবেন। জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তিনি। এছাড়াও ল্যান্ড, ইনফ্রাসটাকচার, ট্রান্সপোর্ট এবং টুরিজম বোর্ডের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কোয়ারি তাকাশি’র সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশ সেমিনার অন হিউমেন রিসোর্স-এ অংশগ্রহণ করবেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। আগামী ২৪শে জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

 
পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ