ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৪২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০৩ ১৪:৫৪:৫০

রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ২০২৩-২০২৪ সালের ৪২তম বিশেষ সাধারণ সভা গতকাল ৩রা আগস্ট দুপুরে শহরের পান্না চত্ত্বরে সমবায় মার্কেটের ৪র্থ তলায় ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বিশেষ এ সাধারণ সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসাব আবু সাইদ ও গীতা পাঠ করেন ব্যাংকের পরিচালক নব কুমার দত্ত। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল ওহাব। 

 বিশেষ সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান তালুকদার।

 সভায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন ও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ বক্তব্য রাখেন।

 এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল হক, হেলাল উদ্দিন সরদার, নারুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধি আবুল খায়ের মোঃ আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 সভায় বিগত ১৮/৫/২০২৪ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন, ২০২৩-২০২৪ সালের প্রাপ্তি-প্রদান হিসাব অনুমোদন এবং একই অর্থ বছরের সম্পূরক বাজেট ও ২০২৪-২০২৫ সালের মূলধনী ও রাজস্ব বাজেট অনুমোদন এবং সর্বোচ্চ ঋণ গ্রহণের পরিমাণ নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

 
জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ