ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ীতে অবসরে যাওয়া দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-০৩ ১৪:৫৫:১১

দীর্ঘ প্রায় ৪০ বছরের কর্মজীবন শেষে গতকাল ৩রা আগস্ট অবসর নিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ সাখাওয়াত ও পুলিশ পরিদর্শক মোঃ কামরুল হাসান।  গতকাল ৩রা আগস্ট সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায় বেলায় তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম। বিদায়ের মুহুর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই দুই কনস্টেবল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পুলিশ পরিদর্শক মোঃ সাখাওয়াৎ হোসেন এবং পুলিশ পরিদর্শক মোঃ কামরুল হাসানদের অবদানে বাংলাদেশ পুলিশ আজ এই অবস্থানে পৌঁছেছে। তাদের অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। কর্মজীবন শেষে এমন আয়োজনে মুগ্ধ পুলিশ পরিদর্শক সাখাওয়াত ও কামরুল হাসান বলেন, পুলিশের চাকরিতে অবসর সাধারণ ঘটনা। আমাদের এই বিদায় সংবর্ধনা জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ