ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শেখ হাসিনার পতনে রাজবাড়ী জেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০৬ ১৫:২৮:৫৬

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আনন্দে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

 এর আগে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুনের নেতৃত্বে নেতাকর্মীরা পার্টি অফিসের জমায়েত হয়। এরপর দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে রাজবাড়ী শহরের ১নং রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে এসে জমায়েত হয়। 

 সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন। এরপর নেতাকর্মীরা আবার সুশৃঙ্খলভাবে পার্টি অফিসে চলে যায়।

 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য-সচিব শাহিনুর রহমান শাহীন, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্যারিস হোসেন, সাধারণ সম্পাদক সোহেল প্রামাণিকসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনায় আজ পার্টি অফিসে অবস্থান কর্মসূচী করছি। আমরা বিকাল ৩টা পর্যন্ত পার্টি অফিসে অবস্থান নিব। আমরা কোন বিজয় মিছিল করবো না। আমাদের বিজয় মিছিল হবে তখনই যখন আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবে। আমরা ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। তাদের আন্দোলনে এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমরা তাদের আন্দোলনে সার্বিকভাবে সহযোগিতা করেছি। এই সরকার পতনের আন্দোলনে যেসব নিরীহ শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদেরকে যে হত্যা করেছে খুনি হাসিনার বিচার দাবী করছি।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ