রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের মোতাহার প্রামানিকের বাড়ী সংলগ্ন দোকান ঘরে গত ৬ই আগস্ট রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন মোতাহার প্রামানিক জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একদল লোক অতর্কিত ভাবে দোকানে হামলা, ভাংচুর ও লুটতরাজ করে। দোকানের টিভি, ফ্রিজ, ক্যাশ বক্সসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর এবং নগদ টাকা লুণ্ঠন করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে তার ধারণা।
মোতাহার প্রামানিকের বসত ঘরেও দুর্বৃত্তরা হামলার চেষ্টা চালায় বলে তথ্য জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তদের কারো কারো মুখে মুখোশ ছিল। তাদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। ঘটনার পর থেকে মোতাহার প্রামানিক ও তার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরমধ্যে গত দু’দিনে পাংশা শহরস্থ সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের বাসভবন, পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, মাছপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, মাছপাড়া হাসানুল হক স্মৃতি পাঠাগার, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের সরিষা-প্রেমটিয়া বাজারস্থ ব্যক্তিগত অফিসসহ বিশ্রামাগার, বাহাদুরপুর ও পাট্টা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা-ভাংচুর চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে বলে ভুক্তভোগীরা জানায়।