রাজবাড়ী জেলার পাংশায় দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
গতকাল ৮ই আগস্ট সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম আকুল, সাবেক ভিপি ও বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রাজা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রহমান, শওকত আলী সরদার, জিয়া পরিষদের সভাপতি এম এ জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম রিংকু, মোঃ মুজাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শামসুল হক টুকু, সাবেক ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম মিষ্টি, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এ দেশ আমাদের সকলের। তাই আপনারা কোন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সহিংস কার্যকলাপে লিপ্ত হবেন না। এছাড়াও পাংশায় সংখ্যালঘু সম্প্রদায় যেন কোন আক্রমণের শিকার না হয় সেদিকেও বিশেষ নজর রাখার আহ্বান রাখেন তিনি।
বৈঠকে বিএনপি নেতারাও বলেন, পাংশাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোন বড় ধরণের সহিংসতা দেখা যায়নি। কোথাও কোন সহিংস কার্যকলাপের সংবাদ পেলে আমরা সেখানে গিয়ে বুক পেতে তা রক্ষা করছি। এছাড়াও সকল নেতাকর্মীদের সহিংস কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য বলেছি। বর্তমানে এদেশে একটি নতুন সূর্যের উদয় হয়েছে।
আর এ সূর্য উদয়ের পেছনে যে-সকল ছাত্র-জনতার রক্ত ঝড়েছে আমরা তাদের চাওয়াকে পূরণ করবো। আমরা সকলের সহযোগিতা নিয়ে এ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবো।