তীব্র রোদ এবং বৃষ্টিতেও রাজবাড়ী জেলার গোয়ালন্দে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। সরকারী সাপ্তাহিক ছুটির শনিবারও এ দায়িত্ব পালন করেছে তারা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গতকাল ১১ই আগস্ট সকাল ৯টার দিকে দেখা যায়, শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে মহাসড়ক, বিভিন্ন মোড় ও বাজারে চলাচলরত যানবাহন। তাতেই সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটর সাইকেল চলা বন্ধ। লাইন ভেঙ্গে তাড়াহুড়ো করে সামনে যেতে পারছেন না চালকরাও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।
এছাড়াও দৌলতদিয়া ঘাটে লঞ্চের টিকিটের ফি নির্ধারণ, ফেরিতে যাত্রী ও যানবাহনের টিকিটের ফি নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি ঘাটের বিভিন্ন স্থানে চাঁদা নেয়ার অভিযোগের ভিত্তিতেও স্পটগুলো পরিদর্শন করেন এসব শিক্ষার্থীরা।
গোয়ালন্দের উজানচর এলাকায় বসবাসরত এক ব্যক্তি বলেন, সকালে বিশেষ কাজে বাজারে এসেছিলেন। যাওয়ার সময় মোটর সাইকেলে হেলমেট না থাকায় সড়কে শিক্ষার্থীরা আটকে দেন। অনুরোধ করলে তারা একটি টোকেন দেন এবং বলেন আগামীকাল থেকে আপনি দয়া করে হেলমেট পড়ে বাইক চালাবেন। তাদের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।