করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীনদের মধ্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর উদ্যোগে গোয়ালন্দ উপজেলার ৮৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১৭ই মে সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহ্রাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, কোষাধ্যক্ষ আজগর আলী বিশ্বাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দৌলতদিয়া ইউনিয়নের ৩০০, উজানচর ইউনিয়নের ৩০০ ও গোয়ালন্দ পৌরসভা এলাকার ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ২ কেজি ময়দা, ১ কেজি চিনি, আধা কেজি সুজি, সেমাই ও নগদ ১শত টাকা।