রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নবাগত যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন গতকাল ১২ই আগস্ট সকালে বদলি জনিত পাংশার বিদায়ী যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের নিকট থেকে আয়ন-ব্যয়ন ও প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ অনুচ্ছেদের বিধি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বদলি আদেশের স্মারক নং- ৩৪.০০.০০০০.০৫১.১৯.০১০.২৩-১২৮৪, তাং ০৪/০৭/২০২৪ মোতাবেক শ্যামল কুমার বিশ্বাস পাংশা উপজেলার নবাগত যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেনকে দায়িত্বভার অর্পণ করেন। দায়িত্বভার গ্রহণের মাধ্যমে দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন।
শ্যামল কুমার বিশ্বাস পাংশা উপজেলা থেকে রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসাবে এবং দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন কালুখালী উপজেলা থেকে পাংশা উপজেলায় বদলি করা হয়েছে।