ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১২ ১৫:১৮:২৮

বর্তমান অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

 গতকাল ১২ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ১নং রেলগেটের শহীদ স্মৃতি ফলকে এসে শেষ।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ছাত্রদল।

 স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে আওয়ামী লীগকে দলগুছাতে বলায় এ সময় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তুলেন ছাত্রদল নেতারা। এ সময় ছাত্র-জনতার গণআন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিচারের দাবি জানান।

 জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা খুনি হাসিনার দোসর এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য শহীদদের রক্ত না শুকাতেই তাদের সাথে বেইমানি করে, তাদের পরিবারে সাথে বেইমানি করে কিভাবে সে বলে শেখ হাসিনা দেশে আসলে আসতে পারে। তিনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। আমরা তার পদত্যাগ চাই।

 রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম-আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, যুগ্ম-সম্পাদক অমি মন্ডল, কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জামিল সরদারসহ জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এল্লখ্য, গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিদের সাথে আলাপকালে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।

 
বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ