ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীর ঐতিহ্যবাহী কিশোর ক্লাবের বেদখল হওয়া জমি উদ্ধারে ডিসি’র কাছে স্মারকলিপি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১২ ১৫:২১:৩০

রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী কিশোর ক্লাবের বেদখল হওয়া জমি উদ্ধার ও অবৈধভাবে ক্লাবটি দখলকারী বাবুলকে গ্রেপ্তারের জন্য জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে গতকাল ১২ই আগস্ট দুপুরে স্মারকলিপি প্রদান করেছে ৫নং ওয়ার্ডের এলাকাবাসী। 

 এ সময় রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দার বাসিন্দা ডাঃ আবুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, কাজীকান্দার স্থানীয় বাসিন্দা মোঃ আতিকুজ্জামান, খোন্দকার মোর্শেদুল আলম মিলন, কাজী আসিফ আলম, কাজী আব্দুল কুদ্দুস বাবু, মোঃ খালেক শেখ, মিজানুর রহমান জুয়েল, মোঃ আশরাফুল ইসলাম, কাজী সাখাওয়াত, কাজী শহীদ, কাজী সাইদুল হক সোহাগ, কাজী মাহাবুব লিটন, কাজী হাসিব, কাজী আব্দুল হাকিম, কাজী এজাজ আহমেদ ফাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, ১৯৭৭ সালে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সদর হাসপাতাল সংলগ্ন কিশোর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি খেলাধুলাসহ শিক্ষা, সাংস্কৃতি ও বিভিন্ন কর্মকান্ডে জেলায় ব্যাপক ভূমিকা পালন করে আসছিলো। এলাকাবাসীর খেলাধুলা ও বিনোদনের একমাত্র জায়গা ছিলো কিশোর ক্লাব। বিগত ২০২০ সালে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার ৫০/৬০ জন বিভিন্ন এলাকার সন্ত্রাসী এনে ক্লাবের সামনে টিনের বেড়া দিয়ে রাতের আধারে সেমিপাকা ক্লাবটি ভেঙ্গে দখল করে নেয়ার পাশাপাশি ক্লাবের টেবিল চেয়ারসহ মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন এলাকার শত শত মানুষ দেখলেও সেই সন্ত্রাসী বাহিনীর হোতা বাবুলের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। এরপর থেকেই ক্লাবটি বেদখল হয়ে ছিলো। এতে এলাকার কিশোর ও যুবকরা খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজ থেকে বঞ্চিত হচ্ছে।

 ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু বলেন, রাজবাড়ীর সবচেয়ে পুরাতন একটি ক্লাব এই কিশোর ক্লাব। এটি জেলার ঐতিহ্যবাহী একটি ক্লাব। এই ক্লাবে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সমাজিক কর্মকান্ড হতো। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাবুল তার দলবল নিয়ে ক্লাবটি অবৈধভাবে দখল করে এবং ক্লাবটি ভেঙ্গে দেয়। ক্লাবের জায়গাটা সরকারী জায়গা। জায়গাটি কিশোর ক্লাবের নামে লিজ করা ছিল। সে সময় বাবুল লিজ উঠিয়ে নিয়ে সে দখল করে। কিন্তু সে সময় স্থানীয়রা ভয়ে কিছু বলতে পারেনি। এখন এলাকাবাসীর দাবী ক্লাবের জায়গাটি পুনরায় ক্লাবের নামে করে দিয়ে ক্লাবকে বুঝিয়ে দেওয়া হোক।

 

জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ