ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
সাবেক এসবি প্রধান মনিরুল ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবকে চাকরি থেকে অবসর প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-১৩ ১৫:৪৫:৪৪

 বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার(এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। 

 গতকাল ১৩ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে অবসরের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাংগীর আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। 

 তারা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক(অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো।

 ২জন জিআইজি’কে অবসর প্রদান ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) মোঃ আব্দুল বাতেনকে অবসরে পাঠানো হয়েছে।

 গতকাল ১৩ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ দুই কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

 রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সচিব মোঃ জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস(পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

 অপরদিকে রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেনকেও ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 
২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলো সেনাবাহিনী
যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ