ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
শেখ হাসিনা সরকারের পতনে কলিমহ ইউপিতে বিএনপি’র মোটর শোভাযাত্রা
  • প্রতিনিধি
  • ২০২৪-০৮-১৫ ১৫:০৭:৫৩

 শেখ হাসিনা সরকারের পতনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহরে বিএনপির মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১৫ই আগস্ট ইউনিয়ন বিএনপিন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

 বিকালে তার নেতৃত্বে তত্তিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে ইউনিয়নের সর্বত্র শোভাযাত্রা করেছে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। শোভাযাত্রা শেষে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় পথ সভা অনুষ্ঠিত হয়।

 পথসভায় বিধান কুমার বিশ্বাস বলেন, ছাত্র ও জনতার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। এ আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বিএনপির নেতাকর্মীরা কোন প্রকার মারামারিতে লিপ্ত হব না। আমাদের নাম ব্যবহার করে যাতে ইউনিয়নের মধ্যে কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টি না করে সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আগামী দিনে বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী হবেন। অচিরেই আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান দেশে ফিরে আসবে।

 আপনারা সকলেই আমাদের নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর জন্য দোয়া করবেন। এ মোটর শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। 

 

 

 

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ