অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে গতকাল ১৯শে আগস্ট দুপুরে রাজধানীর উওরা লেডিস ক্লাবে বিনামূল্যে ৭০ জনের চক্ষু ও ৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা, ৭০ জনের ব্লাড গ্রুপিং এবং ১০০ জনের মধ্যে মাস্ক ও সাবাণ বিতরণসহ কোভিড-১৯ ও ডায়াবেটিসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ।