ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মাইলফলক তৈরী করেছে-----সাবেক এমপি খৈয়ম
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৮-১৭ ১৫:৩২:১৭

রক্তের স্রোতে শেখ হাসিনার দম্ভ খান খান হয়ে গেছে, এমন মন্তব্য করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী আন্দোলন একটি মাইলফলক তৈরী করেছে।

 গতকাল ১৭ই আগস্ট বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে এক পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ কথা বরেন। এর আগে তিনি ঢাকায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সাগরের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান এবং তার কবর জিয়ারত করেন।

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের হাজার মানুষকে হত্যা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের নারুয়ার সন্তান সাগরের রক্তে আজকে বাংলাদেশের সবুজ প্রান্তর লাল হয়েছে। আমাদের সন্তান সাগরের রক্ত গোটা বাংলাদেশে মুক্তির শ্লোগানের সাথে মিশে আছে। সাগরের পিতার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হবার নয়। পৃথিবীর কোন সান্তনা সাগরের বাবা-মায়ের বুককে আবার ভরে দিতে পারবে না। এই ফ্যাসিস্ট হাসিনা তাকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকেছে। আজকের হাজার তরুণের রক্ত দেয়ার মধ্যে দিয়ে এক নদীর রক্তে স্রোত বয়ে গেছে। সেই রক্তে স্রোতে শেখ হাসিনার দম্ভ ভেঙ্গে চুরে খান খান হয়ে গেছে।

 খৈয়ম বলেন, ১৭ বছরের কথা বুকে জমে আছে। ১৭ বছর ধরে আপনারা কষ্টে ছিলেন। আমাদের দেশের মানুষ শান্তি পায় নাই ১৭ বছরে। আমাদের দেশের কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। মত প্রকাশ করতে পারিনি। এই ১৭ বছরে আমরা যদি একটু শব্দ করেছি, সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলেছি তারা আমাদের নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করেছে। সেই নিপীড়ন থেকে বাদ যায়নি আমাদের দেশের আলেম-ওলামারা। শাপলা চত্ত্বর রক্তে লাল হয়েছে। আলেম-ওলামাদের রক্ত ঝরিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকা চেষ্টা করেছে। সেই কালো থাবা থেকে রেহাই পায় নাই আমাদের দেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। নেতাকর্মীদের বছরের পর বছর আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। জামায়াত ইসলামের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। 

 তিনি বলেন, আপনারা জানেন গোটা বাংলাদেশের ব্যবসায়ী সমাজ নির্বিঘ্নে ব্যবসা করতে পারে নাই। এই ১৭ বছর ছাত্রলীগ-যুবলীগের তান্ডবে এই দেশের অবস্থা কি হয়েছিল আপনারা সেটা জানেন। পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন দানবে রূপ নিয়েছিল। তারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্ররোচনায় ও তাদের নির্দেশে মিথ্যে মামলা দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আলোচনায় ডিসি, এসপি, ইউএনও, ওসি এরা মানুষের ওপর জুলুম করেছে। এইভাবে ১৭ বছর চলেছে। এই ১৭ বছর আপনারা ভোট দিতে পারেন নাই। তারা বার বার জাতীয় সংসদের নির্বাচন করেছে কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই। তাই ছাত্ররা তাদের বলে ভুয়া। আপনারা জানেন এই ১৭ বছরের স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি দাঁড়াতে পারেনি। এই ১৭ বছরে তারা বাজার সমিতি নির্বাচনেও দলীয়করণ করেছেন। এমনকি মসজিদ, স্কুল কলেজেও তারা দলীয়করণ করেছে।

 তিনি বলেন, আজকে হাসিনা পালিয়েছে। আপনারা দেখেছেন কি নিষ্ঠুর নির্মম পরিণতি হয় এদের। সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুর রহমান লুঙ্গি পড়ে নৌকায় করে সদরঘাট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আপনারা জানেন কি নিষ্ঠুর নির্মম পরিণতি আল্লাহতায়ালার বিচার তাদেরকে দড়ি দিয়ে হাত বেঁধে লুঙ্গি পড়া অবস্থায় সদরঘাট থেকে আটক করা হয়েছে।

 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, আমাদের দেশের মানুষ শান্তি পাই নাই ১৭ বছরে। সরকারের কোন অনিয়ম দুর্নীতির বিপক্ষে কথা বলা যায়নি। আজ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দিয়ে দেশ আরও একবার স্বাধীন হয়েছে। আমরা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে নিহত সাগরের স্মৃতিকে ধরে রাখতে বালিয়াকান্দি উপজেলা হেডকোয়ার্টারে সাগরের নামে একটি স্মৃতিস্তম্ভ করা হবে। নাড়ুয়া কলেজেও সাগরের নামে একটি স্মৃতিস্তম্ভ করা হবে। সাগরের নাম যাতে সব জায়গায় থাকে সেই ব্যবস্থা করা হবে। এই বিষয়ে যে আর্থিক সহযোগিতা লাগবে আমরা করব। সাগর আপনাদের সম্মান। সাগর চলে গেছে কিন্তু সে রেখে গেছে আপনাদের ইজ্জত। আজকের এই সাগরের কারণে শেখ হাসিনা আজ পিছনের দরজা দিয়ে পালিয়ে ভারত চলে গেছে। সাগর আপনাদের অহংকার। যতকাল বালিয়াকান্দি থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর থাকবে। সাগর বেঁচে থাকবে আমাদের মধ্যে।

 নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে পথসভায় পাংশা বিএনপির নেতা মুজাহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামের আমীর আব্দুল হাই জোয়ার্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু ও কালুখালী বিএনপির সাবেক আহবায়ক এডঃ আব্দুর রাজ্জাক খান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ