ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
পাংশা উপজেলার নাওরা হাটবনগ্রাম বারো পল্লী মহাশ্মশান নাট মন্দির চত্বরে মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৮-২৩ ১৪:৫১:৩৭

শ্রীকৃষ্ণের ৫২৫০তম আবির্ভাব তিথি- জন্মাষ্টমী উৎসবে যোগদান উপলক্ষে গতকাল ২৩শে আগস্ট বিকালে পাংশা উপজেলার নাওরা হাটবনগ্রাম বারো পল্লী মহাশ্মশান নাট মন্দির চত্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 নাওরা হাটবনগ্রাম বারো পল্লী মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি তেজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে এবং বিশ্বনাথ বিশ্বাসের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বিএনপি নেতা ও অত্র মন্দির কমিটির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বিধান কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।

 তিনি বলেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ২৬শে আগস্ট জন্মাষ্টমী উৎসব উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে আরো বর্ণাঢ্য আয়োজনে উৎসবটি উদযাপনে আমরা সরিষা, কলিমহর ও কশবামাজাইল ইউনিয়ন থেকে কর্মসূচিতে যোগদান করবো। কর্মসূচি সফল করতে যখন যা প্রয়োজন তা করা হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সামাজিকভাবে পরস্পর সহনশীলতা রক্ষার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেন তিনি।

 মতবিনিময় সভায় কলিমহর ইউনিয়ন বিএনপির নেতা মুরাদ হোসেন মিয়া ও কশবামাজাইল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

 মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালনসহ বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেনে নরেশ চন্দ্র ভাদুরী।

 আব্দুল মালেক বিশ্বাস, অবনী মহন বিশ্বাস, পংকজ কুমার সরকার, বিনোদ কুমার বিশ্বাস, বিধান কুমার বিশ্বাস, স্বপন কুমার মন্ডলসহ সরিষা, কলিমহর ও কশবামাজাইল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 
 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ