ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
বালিয়াকান্দিতে সাংবাদিক ফারুকের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৮-২৩ ১৪:৫৩:২৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাংবাদিক রাহাত হোসেন ফারুকের মৃত্যুতে স্মরণ সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৩শে আগস্ট বাদ জুম্মা বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 সভায় বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাসের সভাপতিত্বে ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার সঞ্চালনায় সাংবাদিক রাহাত হোসেন ফারুকের স্মৃতিচারণ করেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র চন্দন শীল, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, চ্যানেল ২৪ এর রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক যায় যায় দিনের পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির ও কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

 এ সময় তারা বলেন, ফারুক ছিলেন অতি বন্ধুপূর্ণ মানুষ। ছোট-বড় সকলের সাথেই তার দারুণ সম্পর্ক ছিল। সবাইকেই বেশ আপন করে নিতেন। তার এই অকাল মৃত্যু সত্যিই খুব কষ্ট দেয়। যা মেনে নেওয়া কঠিন। রাহাত হোসেন ফারুকের স্ত্রী ও সন্তান রয়েছে। আমাদের সকল সংবাদকর্মীর দায়িত্ব তাদেরকে দেখে রাখা। যেকোন বিপদে তাদের পাশে থাকা। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব পালন করবো।

 
 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ