ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৮-২৭ ১৫:০৩:২২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৭শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, বাহাদুরপুর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জামরুল ইসলাম, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রয়েল আহমেদ, পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অডিনেটর মোঃ ওয়াদুদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন।

 সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে প্রবাহিত পানিতে পাংশায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই। এখন পর্যন্ত পদ্মা ও গড়াই নদীতে পানি স্বাভাবিক অবস্থায় আছে। এ ব্যাপারে এলাকায় প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। বন্যা কবলিত হলে মানুষের জান-মাল রক্ষা ও আশ্রয়, নিরাপদ পানি, ত্রাণ সামগ্রী, ঔষধসহ বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের আগাম প্রস্তুতি রয়েছে। হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির পদ্মা নদীর তীরবর্তী এবং কশবামাজাইল ইউপির গড়াই নদীর তীরবর্তী মানুষের মাঝে আকস্মিকভাবে বন্যা কবলিত হওয়া নিয়ে আশঙ্কা বা গুজব যেন সৃষ্টি না হয় সে লক্ষ্যে তিনি সকলকে সতর্কতা অবলম্বনের আহবান জানান।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে। পাংশার কোনো এলাকা বন্যা কবলিত হলে সে সব এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রয়েছে। তিনি সমন্বিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাসহ ও বন্যা মোকাবেলার গুরুত্বারোপ করেন।

 হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান বলেন, বন্যার সময় হাবাসপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় ৭ সহস্রাধিক মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। চর আফড়া, চরঝিকড়ী, কাচারীপাড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র কাম স্কুল রয়েছে। বন্যার্তরা এসব আশ্রয় কেন্দ্র ব্যবহার করে থাকেন। বন্যা হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বন্যার্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 সভায় বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাট্টা ইউপির প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, মাছপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা শুকদেব গোস্বামী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

 এরআগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আসন্ন সেপ্টেম্বর/২০২৪ থেকে নভেম্বর/২০২৪ খাদ্য বান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে পাংশা ও কালুখালী উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ