ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা॥বন্যার আশঙ্কায় প্রস্তুতি গ্রহণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৮-২৭ ১৫:০৩:৩৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গতকাল ২৭শে আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, সম্প্রতি ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ায় গোয়ালন্দে বন্যার আশঙ্কার ব্যাপারে পূর্ব প্রস্তুতি গ্রহণ, পদ্মা নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলা, বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের বাউন্ডারিতে তৃতীয় গেইট বন্ধে ব্যবস্থা গ্রহণ, কলেজের আশেপাশে যুবকদের আড্ডা, নদীতে চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার, অবৈধ ড্রেজিং দিয়ে নদী ও পুকুর থেকে মাটি উত্তোলন, ছিনতাই, মাদকমুক্ত, শিশু ধর্ষণ,  বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সমন্বয়ে স্কুলে প্রচার প্রচারণা চালানো, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা বাড়ানো, সোস্যাল মিডিয়া গুজব ছাড়ানোকারীদের চিহ্নিতকরণসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

 উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে।

 এছাড়াও সম্প্রতি বন্যার আশঙ্কার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের ৭টি আশ্রয় কেন্দ্র, ২৪টি ইঞ্জিন চালিত নৌকা, চাউলসহ প্রয়োজনীয় সামগ্রী আমাদের প্রস্তুত আছে।

 তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি উপজেলাবাসী যদি মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ আইন-শৃঙ্খলা ভালো রাখতে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তথ্য প্রদান ও তাদের সাথে একত্রিত হয়ে কাজ করে তবে উপজেলা থেকে অনেক কিছু নির্মূল ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সে জন্য তিনি সকলকে আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ