রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন বাজারের হোটেল ও রেঁস্তোরা পরিদর্শন করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা।
গতকাল ২৯শে আগস্ট সকালে কালুখালী বাজার, কালুখালী রেলস্টেশন, সোনাপুর মোড়, সোনাপুর বাজারের হোটেল ও রেস্তোরাঁ পরিদর্শন করেন তিনি।
এ সময় খাদ্য কর্মী ও মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিফলেট, পোস্টার ও ফেস্টুন বিতরণ করা হয়।
এছাড়াও সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য নিয়ে সচেতন করা হয় এবং কোনো খাদ্য স্থাপনায় অসঙ্গতি দেখা গেলে তা ১৬১৫৫ নম্বারে কল দিয়ে অভিযোগ প্রদানের পরামর্শ প্রদান করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।