রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদে গতকাল ২৯শে আগস্ট সকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাসকে অনাস্থা প্রস্তাবের পাশাপাশি প্যানেল চেয়ারম্যানের তালিকা সংশোধন করেন আকিদুল ইসলামকে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আকিদুল ইসলাম পাট্টা ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার। ছাত্র-জনতার আন্দোলনে সৃষ্ট গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সরকার পতনের পর হতে পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাস গতকাল ২৯শে আগস্ট পর্যন্ত ইউনিয়ন পরিষদে অনুপস্থিতির কারণে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভার রেজুলেশন গতকাল বৃহস্পতিবার বিকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে দাখিল করেছেন ইউপি মেম্বারগণ। পাট্টা ইউপির প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী ও ইউপি মেম্বারগণ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, অনাস্থা প্রস্তাবের শিকার পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাস পাট্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি। আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাসের হাতে একাধিক ইউপি সদস্যসহ অনেকেই অত্যাচার নির্যাতনের শিকার হন। এতে এলাকায় তার প্রতি গণরোষ সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর হতে চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাস গতকাল ২৯শে আগস্ট পর্যন্ত এক মুহুর্তও ইউনিয়ন পরিষদে আসেন নাই। সেই সাথে সকল প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।
গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির জনগণের প্রতি এহেন আচরণের কারণে সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণের রায় নিয়ে আমরা(ইউপি সদস্যরা) পরিষদের সদস্য নির্বাচিত হয়েও চেয়ারম্যান উপস্থিত না থাকায় নাগরিক সেবা প্রদানে সম্পূর্নরূপে ব্যর্থ। চেয়ারম্যান আব্দুর রব অরফে মোনা বিশ্বাসের এহেন আচরণে তার প্রতি অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
এ অবস্থায় পূর্বের চেয়ারম্যান প্যানেল ইউনিয়ন পরিষদ প্রবিধিমালা ২০১৬ এর ১৭নং প্রবিধানের ৫ উপ-ধারা অনুসারে অভিযোগের ভিত্তিতে প্রবিধান ১৭ এর উপ-প্রবিধান ১ অনুসরন করে পরিষদের দুই-তৃতীয়াংশের ভোটে পাট্টা ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মুখে ১ম সভায় গঠিত চেয়ারম্যান প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৭ম অধ্যায়ের ৩৩নং ধারার ৪নং উপধারা মোতাবেক নতুন চেয়ারম্যান প্যানেল তৈরী করা হয়। প্রস্তাবে পাট্টা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকিদুল ইসলামকে নতুন প্যানেল চেয়ারম্যান-১ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ সামছুর রহমান বিশ্বাস (ইউপি সদস্য ওয়ার্ড নং ৫ ও প্যানেল চেয়ারম্যান-৩ হাছিনা(সংরক্ষিত ওয়ার্ড নং-৩) মনোনীত হয়েছেন।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় ১নং ওয়ার্ডের সদস্য মোঃ ময়েন উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আকিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সদস্য অতুল চন্দ্র সরকার, ৪নং ওয়ার্ডের সদস্য আবু তাহের মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মোছাঃ রাফেজা বেগম, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ফিরোজ খান, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ দুলাল শেখ, ৯নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য মোছাঃ রুপসী বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্য আলেয়া বেগম ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য হাছিনা উপস্থিত ছিলেন।
পাট্টা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ রমজান আলী ছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিএমডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইছা, পাট্টা গ্রামের লোকমান হোসেন বিশ্বাস, জোনা গ্রামের ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিলজোনা গ্রামের নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
মতামত জানতে পাট্টা ইউপির চেয়ারম্যান ও পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাসের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
এদিকে পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস ওরফে মোনা বিশ্বাসকে অনাস্থার খবর ছড়িয়ে পড়লে অত্র ইউনিয়নের অনেকেই সন্তোষ প্রকাশ করেছে। এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।