রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা ওয়াটসান কমিটির সদস্যদের জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওরিয়েন্টেশনের আয়োজনে করে। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
উপজেলা পরিষদের সভা কক্ষে ওরিয়েন্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।