ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী জমা দিলেন সাবেক এমপি খৈয়ম
  • শেখ রনজু আহমেদ
  • ২০২৪-০৯-০৩ ১৫:৫০:৩৬

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

 গতকাল ৩রা সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 এ সময় বিএনপির স্থায়ী কমিটির ডাঃ এ জে জাহিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক সুুলতান সালাউদ্দিন টুকু, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জি.এস ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জায়েদ আল কাউসার, অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা ভিপি মালেক, মিজানপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, যুবদল নেতা মোঃ শাহিন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দোলোয়ার হোসেন, জামিল, আলামিন, জাহিদ, আলমগীর, আরিফুল, অভি, জেলা মহিলা দলের সভাপতি আয়নুর নাহার কুমকুম, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমি ডেইজী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 এ সময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তার আহ্বানে বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য আমরা সবাই জেলার নেতাকর্মীরা ত্রাণ কেন্দ্রে দিয়ে গেলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় রাজনৈতিক কর্মসূচী বাদ দিয়ে ওই অর্থ দিয়ে আমরা বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সারা বাংলাদেশের বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা যে যা পারে তাই দিয়ে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করছে। 

 তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকারের উৎখাতে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। বাংলাদেশের নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। অতি শীঘ্রই এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।

জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক
বাংলাদেশে সাংবাদিকদের আতঙ্কের কিছু নেই; মিডিয়া এখন আগের চেয়ে স্বাধীন-----প্রেস সচিব
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ