ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৯-০৪ ১৫:০১:১৬

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএইপার্ট) প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ৪ঠা সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।

 পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশিক্ষক কর্মকর্তা গোলাম রসুল, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মানেবেন্দ্রো মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল সোম ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ বক্তব্যে রাখেন।

 ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ৮টি স্টল অংশগ্রহণ করে।

 
বালিয়াকান্দি থানায় নতুন ওসি মনিরুজ্জামান খানের যোগদান
পাংশায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাশেদুর
পাংশার নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরাতন ভবনের প্লাস্টার খসে রড বেরিয়ে পড়ছে
সর্বশেষ সংবাদ