ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে নতুনপাড়া কিশোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শামীম একাদশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-০৫ ১৫:৩০:৫৩

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ও টার্চস্ক্রিন ফোন ছেড়ে মাঠে চল” এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়ায় কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৫ই আগস্ট বিকেল ৫টায় নতুন পাড়া জুনিয়র ক্লাবের আয়োজনে সোনালী হ্যাচারীজ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে শামীম একাদশ ৪-৩ গোলে রুবেল স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোল রক্ষক রিদয় ম্যান অব দ্যা ম্যাচ এবং বিজিত দলের কাউছার ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পান।

 টুর্নামেন্টের আহায়ক মোঃ জুয়েল শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মোঃ  রনি, নতুন পাড়া আলোর দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সরদার প্রমুখসহ স্থানীয় ব্যক্তিবর্গসহ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 ফাইনাল খেলা পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোঃ আলমগীর হোসেন।

খেলা শেষে অতিথিবৃন্দ দুই দলের মধ্যে ট্রফি, মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ