ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৯-০৫ ১৫:৩৫:৪০

 রাজবাড়ী শহরের রেলগেট সংলগ্ন বটতলার মুক্তমঞ্চে গতকাল ৫ই সেপ্টেম্বর বিকেলে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের(রেজিঃ নং-৪৩৬১) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 কোরআন তেলোয়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বিশেষ সাধারণ সভা শুরু হয়।

 সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বক্তব্য রাখেন।

 এছাড়া অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান সান্টু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাক ইউনিয়ন শ্রমিকের সভাপতি মোঃ নজরুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লালন শেখ, পরিবহন শ্রমিকের সাবেক প্রচার সম্পাদক মোঃ আঃ সালাম, অটো মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জালাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজিবর মন্ডল প্রমুখ বক্তব্য দেন।

 সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ আঃ মজিদ মোল্লা। 

 সভায় প্রধান অতিথি মোঃ শাহ আলম বলেন, দীর্ঘ ১৬ বছর পর এই জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতোদিন আমরা কথা বলতে পারি নাই, আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। এতোদিন পর আমরা আজ সবাই একত্রিত হতে পেরেছি। আমরা দেখেছি এই রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি দায়িত্বে ছিলাম। সেখানে দেখেছি নির্বাচনের নীল নকশা, আমরা দেখেছি দলীয় কদর, আমরা দেখেছি প্রশাসনের কদর। আমরা সেখানে কথা বলার চেষ্টা করলেও সেখানে কথা বলতে দেওয়া হয় নাই। আমাদের অনেক রিক্সা ও ভ্যান শ্রমিক ভাইয়েরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা বিপুল ভোটে নির্বাচিত হলেও তাদের বিজয় ছিনিয়ে আওয়ামী লীগের নেতারা তাদের দলের লোকদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছিল। আব্দুর ওহাব সরদার দীর্ঘদিন আমাদের রিক্সা ও ভ্যান শ্রমিক ভাইদের ওপর জুলুম করে যাচ্ছিল। ওহাব সরদারের হাতে আপনাদের লাঞ্চিত হতে হয়েছে। কোন জবাব দিতে গেলে প্রশাসনের ভয় দেখিয়েছে। কিন্তু আর নয়। শেখ হাসিনার পালানোর সাথে সাথে ওহাব সরদারও পালিয়ে গেছে। আপনাদের কার্ড করার জন্য অনেক টাকা নিয়েছে। অনেকের টাকা নিয়ে কার্ড করে দেয়নি। আপনাদের টাকা নিয়ে পালিয়ে গেছে সে। সে যেখানেই থাকুক এই শ্রমিকের টাকা ফেরত তাকে দিতেই হবে। এটা দলমত নির্বিশেষে আপনাদের দায়িত্ব তাকে খঁজে বের করার।

 সভা শেষে প্রধান অতিথি মোঃ শাহ আলম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে মোঃ আঃ মজিদ মোল্লাকে ও বিল্লাল হোসেন পরীকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন। এছাড়া পাঁচ দিনের মধ্যে কমিটি সম্পন্ন করার কথা বলেন।

 
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ