ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-০৯ ১৪:৫২:৫৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

 গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ উপজেলার চারটি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

 উপজেলার ৪টি জলাশয়ে মোট ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ বিভিন্ন মৎস্যজীবী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ