রাজবাড়ী সদর উপজেলার দাদশী মাজার মাঠে গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকেলে দাদশী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দাদশী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ জালাল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাজাহান সান্টু, বিশেষ অতিথি হিসেবে দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়ত হোসেন, দাদশী ইউপির বিএনপির সভাপতি গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক মাফুজুল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম মুন্সি, দাদশী ইউপি যুবদলের আহবায়ক মোঃ আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহাবিদুল হাসান, রাজবাড়ী জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আঃ মজিদ মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন পরি, কৃষক দলের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক খান, মোহাম্মদ আলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ লালন সেখ, সাধারণ সম্পাদক মোঃ মজনু মোল্যা, সাংগঠনিক সম্পাদক মিলন খান, রাজবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি সহিদ মোল্যা বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম নূরনবী।
বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবী জানান।