ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
বালিয়াকান্দি থানার চাঁদাবাজি মামলায় নবাবপুরের বিএনপি নেতা বাচ্চু গ্রেপ্তার
  • কাজী আব্দুল কুদ্দুস বাবু
  • ২০২৪-১০-০১ ১৫:৩২:২৯

চাঁদাবাজি মামলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু(৫৮)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

 গতকাল ১লা অক্টোবর দুপুরে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর থেকে গ্রেপ্তার করে।

 তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

 জানা গেছে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিকসহ অনেক নিরীহ লোক লাঞ্ছিত হয়।  

 এছাড়াও সোনাপুর বাজারে দেলোয়ার হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ীকে নির্যাতন করে টাকা ছিনতাইয়ের ঘটনার দায়েরকৃত মামলার প্রধান আসামী ছিলেন রফিকুল ইসলাম বাচ্চু।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামাল উদ্দিন বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় যৌথ বাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরো ৩টি মামলা রয়েছে। তাবে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পাংশার সরিষায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩জন সন্ত্রাসী গ্রেপ্তার
গোয়ালন্দ পৌর ও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
গোয়ালন্দে ফুটপাত নির্মাণে নিম্নমানের পার্কিং টাইলস ব্যবহারের অভিযোগ
সর্বশেষ সংবাদ