ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলায় অগ্রগতি॥গ্রেফতারকৃত দুই আসামীর স্বীকারোক্তি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০২ ১৫:২০:৪৩

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার(৫৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত তোফাজ্জেল শেখ তোফা গত ১লা অক্টোবর এবং গতকাল ২রা অক্টোবর লোকমান শেখ আদালতে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করেছে।

 গতকাল ২রা অক্টোবর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা পুলিশ এ তথ্য জানায়। 

 এ মামলায় এ পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত ছালাম শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী তোফাজ্জেল শেখ তোফা(৩৮), একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মোঃ লোকমান শেখ(৩৫), উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বার শেখ ওরফে দোয়াত শেখের ছেলে মোঃ আশিকুল শেখ ওরফে ভাষান শেখ(২৮) ও  উপজেলার চর কাচরন্দ গ্রামের মোঃ কালাম মোল্লার ছেলে মোঃ জনি মোল্লা(৩৪)।

 জানা গেছে, গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ল এমদাদুলের চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে থাকা অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে অতর্কিতভাবে সুশীলের গলার ডান পাশে থুতনির নিচে ও গলায় ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া ও বুকের বাম পাশে পাজরের নিচে গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সুশীলের ভাই সুনীল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুশীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 এ ঘটনায় গত ২৩শে সেপ্টেম্বর সুশীলের ভাই সুনীল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্সের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী ২জন আসামী মোঃ তোফাজ্জেল শেখ তোফা(৩৮) ও মোঃ লোকমান শেখ (৩৫)কে ঠাকুরগাঁও এর দুর্গম এলাকার চরমপন্থী দলের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ৩দিনের পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

 জেলা গোয়েন্দা শাখার একটি টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীদর দেওয়া তথ্য মোতাবেক সুশীল হত্যায় ব্যবহৃত ধারালো দা গোয়ালন্দ ঘাট থানার কাওলজানী ফরিদের ঘর থেকে উদ্ধার করা হয়। এর আগে সুশীল হত্যাকান্ডের পরপরই হত্যাকান্ডের সাথে জড়িত অন্য দুই আসামী মোঃ আশিকুল শেখ ওরফে ভাষান শেখ(২৮) ও  উপজেলার চর কাঁচরন্দ গ্রামের মোঃ কালাম মোল্লার ছেলে মোঃ জনি মোল্লা (৩৪)কে পুলিশ গ্রেপ্তার করে। তারাও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, গত ১লা অক্টোবর সুশীল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তোফাজ্জেল শেখ তোফা এবং গতকাল ২রা অক্টোবর লোকমান শেখ বিজ্ঞ আদালতে সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে নিজেদের স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক পলাতক আসামীদের গ্রেপ্তার ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ