ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পোল্যান্ড গমনেচ্ছুদের নিয়ে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জব ফেয়ার অনুষ্ঠিত
  • সুশীল দাস
  • ২০২০-১০-২২ ১৫:৪২:৪১
ঢাকার জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান মেসার্স আল শাহাদাত ওভারসীজের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর দিনব্যাপী রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পোল্যান্ড গমনেচ্ছুদের নিয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার জব ফেয়ার পরিদর্শন করেন -

ঢাকার জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান মেসার্স আল শাহাদাত ওভারসীজের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে অবস্থিত সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পোল্যান্ড গমনেচ্ছুদের নিয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়। 
  মোট ৭০ জন পোল্যান্ড গমনেচ্ছু যুবক জব ফেয়ারের প্রাথমিক বাছাইতে অংশ নিয়ে তাদের মূল পাসপোর্টসহ পাসপোর্ট সাইজের ১২ কপি ছবি ও ফরম পূরণ করে মেসার্স আল শাহাদাত ওভারসীজ কর্তৃপক্ষের কাছে জমা দেন। 
  বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এই জব ফেয়ার পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নার্গিস এবং মেসার্স আল শাহাদত ওভারসীজের সত্ত্বাধিকারী আলহাজ্ব শাহাদাত হোসেন মিল্টনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  আবেদনকারীদের মধ্যে রাজবাড়ী জেলাসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার বেকার যুবকরা রয়েছেন। 
  মেসার্স আল শাহাদত ওভারসীজের সত্ত্বাধিকারী আলহাজ্ব শাহাদাত হোসেন মিল্টন জানান, আবেদনকারীদের মধ্যে অনেকে বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত-আবার অনেকে বিদেশ ফেরত। যাচাই-বাছাই ও ইন্টারভিউতে যারা নির্বাচিত হবে তাদেরকে সরকারী সহায়তায় স্বল্প খরচে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ইউরোপের সিনজেনভুক্ত আকর্ষণীয় দেশ পোল্যান্ডে পাঠানো হবে। সেখানে তারা ওয়েল্ডিং, লকস্মিথ, ফর্কলিফট ড্রাইভার, গাড়ী ফিটিং লেবার, রাজমিস্ত্রী, স্টিলফিক্সচার ও মাংস প্রক্রিয়াকরণ খাতে উচ্চ বেতনে চাকরী করার সুযোগ পাবেন। সরকারী অনুমোদনে তারা মোট ১হাজার জনকে পোল্যান্ডে পাঠাবেন। ইতিপূর্বে সিলেট ও পাবনায় সেখানকার সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ধরণের আরো ২টি জব ফেয়ার তারা করেছেন। যারা পোল্যান্ডে যাওয়ার সুযোগ পাবেন তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ