ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
দৌলতদিয়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-০৫ ১৫:১৮:০৪

 “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। 

 এ উপলক্ষে ৫ই অক্টোবর দুপুরে দৌলতদিয়ায় বেসরকারী প্রতিষ্ঠান মুক্তি মহিলা সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধরণের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

 মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মান্নান মিয়া, এমএমএস ইসিডি সেন্টার প্রকল্পের কর্মকর্তা বাচ্চু মিয়া ও আলো প্রকল্পের কর্মকর্তা মোঃ নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ