ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীর আইনজীবী সহকারী সুনীল কুমার দাস আর নেই
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৫ ১৫:১৮:১৬

রাজবাড়ীর আদালতের আইনজীবী সহকারী সুনীল কুমার দাস ওরফে সুনীল মুহুরী(৭৫) গতকাল ৫ই অক্টোবর সন্ধ্যা ৬টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

 জানা গেছে, রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর(পাবলিক হেলথ) গ্রামের বাসিন্দা সুনীল মুহুরী গতকাল ৫ই অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের সামনে রাস্তা পারাপারের সময় একটি ছোট ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপরই তিনি স্ট্রোক করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার রাতে তাকে শহরের ভবানীপুর পৌর শ্মাশানে দাহ করা হয়।  

 আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আঃ হালিম জানান, সড়ক দূর্ঘটনায় কবলিত ছোট ট্রাকটি আমরা ঘটনাস্থল থেকে জব্দ করেছি। চালক ও হেলপার পলাতক আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

 উল্লেখ্য, সুনীল কুমার দাস ওরফে সুনীল মুহুরী প্রয়াত সাংবাদিক সুশীল কুমার দাসের পিতা। সাংবাদিক সুশীল কুমার দাস(৪২) ২০২৩ সালের ১৫ই জানুয়ারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

 

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ