বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজবাড়ী আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর বিকেলে পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় রাজবাড়ী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যক্ষ মোঃ ফারুক আহমাদ, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর অঞ্চলের শিক্ষা উপদেষ্টা অধ্যক্ষ আজমল হোসেন, রাজবাড়ী জেলার প্রধান উপদেষ্টা এডঃ মোঃ নুরুল ইসলাম, উপদেষ্টা মোঃ হাসমত আলী হাওলাদার, মোঃ আলীমুজ্জামান, রাজবাড়ী আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজবাড়ী পৌরসভা উপদেষ্টা ডাঃ মোঃ হাফিজুর রহমান, বানিবহ বৃচাত্রা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজবাড়ী সদরের সভাপতি খন্দকার আব্দুল হালিম, আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও আদর্শ শিক্ষক ফেডারেশনের পাংশা উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।