ঢাকা বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
পাংশার সরিষায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩জন সন্ত্রাসী গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-০৫ ১৫:২০:০৫

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামে গতকাল ৫ই অক্টোবর ভোর রাতে সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

 গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাত আলী শেখের পুত্র সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

 জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ উক্ত ৩জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সজলের বিরুদ্ধে পাংশা ও খোকসা থানায় অস্ত্র, ৩টি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

 

কালুখালীত কিশোর নীবর হত্যাকান্ডে জড়িত মুক্তিপণ দাবীকারী আসামী নজরুল গ্রেফতার
দৌলতদিয়ায় বসত বাড়ীতে আগুন॥নিঃস্ব হাসির পরিবার
রাষ্ট্র কাঠামো মেরামতে নারুয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
সর্বশেষ সংবাদ