ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-০৭ ১৫:১৬:৫০

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৭ই অক্টোবর সন্ধ্যায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর পাংশা শহরস্থ বাসভবন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), পাংশা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও পূজা উদযাপন পরিষদের নেতা ডাঃ ধীরেন্দ্র নাথ বিশ্বাস ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
 বিএনপি নেতা মাহমুদুল হক রোজেন সনাতন ধর্মীয় লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, পাংশায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বজায় রাখতে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি। শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে আমরা আপনাদের পাশে আছি। তিনি পরস্পর সুসম্পর্ক সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজামন্ডপে বিএনপি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ