ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দেবগ্রামে মুরগির খামারে বিষ্ঠা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১জন নিহত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-০৭ ১৫:১৮:০৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিয়ার আলী মোড় সংলগ্ন তেনাপচা এলাকায় গত ৭ই অক্টোবর সকালে মুরগির খামারে বিষ্ঠা সংগ্রহকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির ফকির (৩০) নামে ব্যক্তি নিহত হয়েছে। 

 নিহত জাকির ফকির রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওমর ফকিরের ছেলে।

 নিহত জাকির ফকিরের প্রতিবেশী হবি শেখ বলেন, জাকির ও আমি প্রতিদিন বিভিন্ন হ্যাচারী থেকে মুরগীর বিষ্ঠা সংগ্রহ করে কলা বাগানে বিক্রি করি। প্রতিদিনের মতো আজও ২জন দুটি ভ্যান নিয়ে বিষ্ঠা সংগ্রহে তেনাপচা এলাকার পদ্মা হ্যাচারীর মালিক শহিদুল ইসলাম ওরফে কুতাইয়ের মুরগীর খামারের নিচে বিষ্ঠা সংগ্রহ করছিলাম। জাকির পাশের শেডে বিষ্ঠা সংগ্রহ করতে থাকলে মুরগীর খামারের চারপাশে থাকা কাটাতারের সাথে বৈদ্যুতিক লাইন থাকাতে পা লাগলে মুহুর্তের মধ্যে পড়ে যায় জাকির। এ সময় আমি দ্রুত এসে জাকিরকে আমার ভ্যানে তুলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 তিরি আরও বলেন, খামারের চারপাশে যদি কাটাতারে বৈদ্যুতিক সংযোগ না থাকতো তাহলে এ রকম ঘটনা ঘটতো না। মূলত শিয়াল, বুনোবিড়ালের আক্রমণ থেকে মুরগির বাচ্চাদের রক্ষা করতে খামারের চারিদিকে থাকা জিআই তারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন মালিকরা।

 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরীফুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে একজন বিদ্যুৎপৃষ্টে রোগী আসছিল। হাসপাতালে আনার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। পরে আমরা পুলিশের কাছে মরদেহ প্রেরণ করেছি। 

 গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ শিহাব আহম্মেদ বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ