পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম ও কাওয়ালজানি এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বন্দোবস্তের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল ৭ই অক্টোবর বেলা ১১টায় দেবগ্রামের মুন্সী বাজার ও কাওয়ালজানি এলাকার ভাঙ্গন স্থানে দাঁড়িয়ে এলাকার সর্বস্তরের জনগণের আহবানে মানববন্ধনে কয়েশত নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় সমাজসেবক মোঃ জামাল মুন্সী।
এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা না নিলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক অবরোধের আলটিমেটাম দেন।
তারা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোত বেড়ে যাওয়ায় গত ৪-৫ দিন ধরে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনে ইতিমধ্যে দুটি বসতভিটা ও ৫০ একর কৃষি জমি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল ৭ই অক্টোবর পর্যন্ত ৪টি পরিবারের ১০টি ঘর ভেঙ্গে অন্যত্র সরে গেছে। ভাঙ্গন আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না পদ্মা পাড়ের মানুষেরা।
ভাঙ্গন কবলিত ভুক্তভোগী জামাল মুন্সী বলেন, স্থায়ীভাবে নদী শাসন ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনসহ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধন করেছেন তারা।
তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে ভাঙ্গন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দেন তিনি।
রফিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক বলেন, এ নদী থেকে আমার বাড়ী ১৫০ মিটার দূরে। আমরা দীর্ঘ ৩০ বছর যাবত এই নদী ভাঙ্গনের শিকার। আমাদের এই চরাঞ্চলের মানুষ এক জায়গা থেকে ভেঙ্গে আরেক জায়গায় যাচ্ছে। এক জমি ভেঙ্গে পেছনের জমিতে গেছে। এখন আর আমাদের দূরে যাওয়ার জায়গা নেই। বিগত দিনে এই নদী শাসন নিয়ে আমাদের সাথে অনেক ছিনিমিনি খেলা করেছে। আমরা অনেক মিথ্যা আশ্বাস পেয়েছি, আমরা অনেক শুনেছি এই যে নদী শাসনের কাজ হবে, কিন্তু কোন কাজই হয়নি। শুনেছি নদী ভাঙ্গন রোধে অনেক টাকা পয়সা এসেছে কিন্তু একটি সময় যাওয়ার পর সেই টাকার কোন হদিস পাইনা। তাই আমরা বর্তমান সরকারের কাছে নদী শাসন রোধে দ্রুত ব্যবস্থা চাই। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা কঠোরভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবো।
মানববন্ধনে নদী পাড়ের বাসিন্দা মোজাম্মেল নামে একজন বলেন, কর্তৃপক্ষ কোনো ধরণের পদক্ষেপ না নেওয়ায় শত শত বিঘা আবাদি ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এ রকম চলতে থাকলে মানচিত্র থেকে দেবগ্রামের নাম মুছে যাবে।
কাওয়ালজানির সালাম সরদার বলেন, বসতভিটা থেকে ঘরসহ জিনিসপত্র দ্রুত সরিয়ে ফেলতে হচ্ছে। ঘর সরাতে পারলেও ভিটা রক্ষা করতে পারছেন না। চোখের পলকে একে একে ভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম.এ শামীম বলেন, আমরা ভাঙ্গন কবলিত জায়গা পরিদর্শন করেছি। ভাঙ্গনের বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের যেভাবে নির্দেশনা দিবে আমরা পরবর্তীতে সেভাবে কাজ করবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ৪/৫ দিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে দেবগ্রাম ও কাওয়ালজানির প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে তিনি পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ও জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নিতে পত্র দিয়ে জানিয়েছেন।