ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কালুখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • জুয়েল সরদার
  • ২০২৪-১০-০৮ ১৫:৩৯:৪৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক গতকাল ৮ই অক্টোবর সকালে রতনদিয়া ইউনিয়নের রূপসা মেধা চয়ন একাডেমীতে অনুষ্ঠিত হয়।

 সভায় ভারপ্রাপ্ত জেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বক্তব্য রাখেন।

 এছাড়াও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা ও রূপসা মেধা চয়ন একাডেমীর প্রধান শিক্ষক লাবনী খানম প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক।

 বক্তারা মা ইলিশ সংরক্ষণ ও বংশ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সকল জেলে ও সর্বসাধারণের ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সচেতন করেন। 

 সভায় কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করে।

 উল্লেখ্য, আগামী ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত এই ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন কেউ অমান্য করলে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ