“আগামী প্রজন্মকে সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গতকাল ১৪ই অক্টোবর সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সকালে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। পরে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, কালুখালী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ বাকী বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ই অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধি অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করে।