ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে কৃষক সমিতির উদ্যোগে পানি নিস্কাশনের উদ্যোগে স্মারকলিপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৫ ১৫:১১:৪৭

 অতি বৃষ্টিতে মাঠের ফসল রক্ষার্থে রাজবাড়ী শহরের ভবানীপুর ও সজ্জনকান্দা ব্যাংকপাড়ার মাঠের পানি দ্রুত নিষ্কাশনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি।

 গতকাল ১৫ই অক্টোবর সকালে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী পৌর শাখার উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।

 স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আমতলায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।

 তিনি বলেন, জেলা  প্রশাসক স্মারকলিপি নিয়ে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। 

 এ সময় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য ও বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা সহ-সভাপতি নায়েব আলী ও গোলাম মোস্তফাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ