ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
কোভিড-১৯ চিকিৎসায় রেমিডিসিভার প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-১০-২৩ ১৫:৩৬:২৬

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এন্ট্রিভাইরাল ড্রাগ রেমিডিসিভার প্রয়োগের পূর্ণ অনুমোদন দিয়েছে। এর আগে গত মে মাসে শর্ত সাপেক্ষে রেমিডিসিভার প্রয়োগের অনুমোদন দেয়া হয়।

  আমেরিকার বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি গিলিড বলেছে, ভেকলুরি ব্রান্ড নামে বিক্রি হওয়া ওষুধটি আরো কঠোর প্রক্রিয়াধীন অবস্থায় এ পর্যন্ত অনুমোদিত কোভিড-১৯ এর একমাত্র নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা ছিল।

  যদিও অন্যান্য চিকিৎসায় জরুরী ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে, তবে করোনাভাইরাস মহামারির অসসান হলে এই অনুমোদন বাতিল করা যেতে পারে।

  স্টেরয়েড ডেক্সামেথেসনের মতো অন্যান্য ওষুধও কোভিড-১৯ বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। এই ঘোষণার পরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে গিলিডের শেয়ার মূল্য ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  ইউরোপ এবং কানাডার মতো অন্যান্য দেশ রেমিডিসিভার ব্যবহারের সাময়িক অনুমতি দিয়েছে।

 এশিয়া সফরের পথে কাতার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স---প্রধান উপদেষ্টা
 মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও তাঁর কন্যার যোগদান
সর্বশেষ সংবাদ