ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
দৌলতদিয়ায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৬ ১৫:২৭:২০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর খিঁচুরিপট্টি এলাকা থেকে গত ১৫ই অক্টোবর দিনগত রাত সোয়া ২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩জন সক্রিয় সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। 

 এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নিলু শেখের পাড়ার মুনছের আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান চিতাই(৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার মৃত কুটি শেখের ছেলে আজগর শেখ(৪০) ও দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে শরীফ বেপারী(৩৫)।

 জানা গেছে, গত ১৫ই অক্টোবর দিনগত রাত সোয়া ২টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর খিঁচুড়িপট্টি নামক স্থানে অবৈধ অস্ত্রধারী কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের ৩জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়। এ সময় তাদেরকে হেফাজত থেকে কাঠের হাতলযুক্ত ১ ফুট ৭ ইঞ্চি লম্বা একপাশে ধারালো ২টি লোহার দা, বাটসহ ১০ ইঞ্চি লম্বা ১ টি স্টিলের চাকু, প্লাস্টিকের বাটসহ ৯ ইঞ্চি লম্বা ১ টি স্টিলের চাকু, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন (সীমসহ) উদ্ধার করা হয়।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ৬টি, আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট ৯টি ও শরীফ বেপারীর নামে ৪টি মামলা রয়েছে।

 গতকাল ১৬ই অক্টোবর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ