ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
দৌলতদিয়া পতিতাপল্লী থেকে হেরোইনসহ বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৮ ১৫:৪০:২৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লী থেকে ৫৫ পুরিয়া হেরোইনসহ আবুল মোল্লা(৫২) নামের এক মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
 গতকাল ১৮ই অক্টোবর সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর আইয়ুব মেম্বারের গলির আলমের মুদি দোকানের সামনে থেকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
 গ্রেফতার আবুল মোল্লা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বারের পাড়ার মৃত মোবারক মোল্লার ছেলে।
 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ই অক্টোবর সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ৫৫ পুরিয়া হেরোইনসহ আবুল মোল্লাকে গ্রেফতার করা হয়। সে পেশাদার মাদক বিক্রেতা।
 এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৫টি মাদক মামলা রয়েছে।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ