ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পাংশায় যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১২ ০৭:৪৩:১৪

রাজবাড়ী জেলার পাংশায় অভিযান চালিয়ে বরকত সরদার(৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 
 গতকাল ১১ই জুন বিকেলে উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।
 গ্রেপ্তারকৃত বরকত সরদার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা গ্রামের মৃত জুলমত সরদারের ছেলে।
 জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা সেনা ক্যাম্পের একটি দল চালিয়ে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকায় ইয়াবা ব্যবসায়ী বরকত সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা, ৬ পিস ট্যাপেন্ডাডল, ৬টি মোবাইল ফোন, ৩টি সিসি ক্যামেরা, ৬টি দেশীয় অস্ত্র ও নগদ ৯৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বরকত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল এবং এলাকার লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করতো। তার বাসায় নিরাপদে ইয়াবা ব্যবসা করার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ