ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় ইউএইচএন্ডএফপিও মুকতাদির আরেফীনকে বিদায় সংবর্ধনা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-১৮ ১৫:৪০:৪৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএন্ডএফপিও) ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফীনকে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে নাটোর জেলা সিভিল সার্জন পদে বদলি করেছে।

 তার বদলি জনিত কারণে গত ১৭ই অক্টোবর পাংশা অফিসার্স ক্লাব বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

 পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফীন বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ শাহাদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) মোঃ আসলাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

 উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আঃ সালাম সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 সংবর্ধিত ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফীনকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

 উল্লেখ্য, ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফীন চলতি বছরের ৪ঠা জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে যোগদান করেন। তিনি অল্প কয়েক মাসেই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পাংশা হাসপাতালে দৃষ্টান্ত স্থাপন করেন।

 নাটোর জেলা সিভিল সার্জন পদে পদোন্নতি হওয়ায় গত ১৪ই অক্টোবর তিনি ভারপ্রাপ্ত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ