ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রাব্বানী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২০ ১৫:২২:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী (৫০)কে পুলিশ গ্রেফতার করেছে।

 গত ১৯শে অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ শহরের নিজ বাসা হতে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

 গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষার্থীকে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

 তিনি গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের রুস্তম আলীর ছেলে এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। তবে দীর্ঘদিন ধরে দলে তার কোন পদ পদবি নেই। তার স্ত্রী আফরোজা রাব্বানী সদ্য বিদায়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। 

 গতকাল ২০শে অক্টোবর গোলাম মাহাবুব রাব্বানীকে রাজবাড়ীর আদালতে হাজির করা আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 থানা পুলিশ জানা যায়, গত ২রা সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া গ্রামের তারেখ খানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিসান খান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করে ছিলেন।

 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মামলার এজাহারে গোলাম মাহাবুব রাব্বানীর নাম নেই। কিন্তু তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল ২০শে অক্টোবর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ