ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে ৩৯ জন জেলের জেল বিপুল পরিমান কারেন্ট জাল ধ্বংস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৬ ১৫:৩৫:০০

রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে গতকাল শনিববার ৩৯জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

 এছাড়াও কয়েকজন জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১ লাখ ২৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ৫৩ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

 গতকাল ২৬শে অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। জেলা মৎস্য বিভাগ ও জেলা পুলিশ অভিযানে সহযোগিতা প্রদান করে।

 রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে নামলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল, জরিমানারসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছি। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ