ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
মঙ্গল হত্যা মামলায় সাওরাইল ইউপি চেয়ারম্যান আলী গ্রেপ্তার
  • জুয়েল সরদার
  • ২০২৪-১০-২৮ ১৫:১০:৪৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম(৫৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
 গতকাল ২৮শে অক্টোবর দুপুরে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে একই ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামের মঙ্গল চন্দ্র হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 
 কালুখালী থানা সূত্রে জানা য়ায়, গত ২০২৪ সালের ১৮ই ফেব্রুয়ারী গভীর রাতে একদল দুর্বৃত্ত মঙ্গল চন্দ্রের বাড়ীতে ঢুকে তাকে এলোপাথাড়ি পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয় ও সারা শরীর জখম করে। দুর্বৃত্তরা বাড়ীতে থাকা নারী শিশুদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৩রা মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে চেয়ারম্যান আলীসহ ১৫ জনের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানায়, মঙ্গল চন্দ্র হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী শহীদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ